চাষী জনাব মোঃ আঃ রহমান এর সফলতার গল্প
তালতলী উপজেলার গেন্ডামারা ব্লকের জাকিরতবক গ্রামের কৃষক জনাব মোঃ আঃ রহমান পিতা- সেকান্দর হাং রবি মৌসুমে সামান্য কিছু জমিতে বোরো আবাদ করতেন । বাকি জমি লবনাক্ত সমস্যার কারনে পতিত থাকত। বিগত বছরে বরিশাল,পটুয়াখালী,ভোলা, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে লবনাক্ততা সহনশীল ফসল সূর্যমুখী উৎপাদনের প্রশিক্ষন প্রদান করা হয় এবং এক একরের ব্লক প্রদর্শনী প্রদান করা হয়। তিনি উক্ত জমির বাহিরেও মোট ২.০ একর জমিতে সূর্যমুখী আবাদ করেন। তিনি তার পতিত জমি আবাদে আনার মাধ্যমে প্রায় ৯০ হাজার টাকা আয় করেন। আগামী বছরে তিনি আরো অধিক জমিতে এ লাভজনক ফসল আবাদের মাধ্যমে দেশের ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সহযোগিতা করবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS