তালতলী কৃষি বিভাগের পরামর্শে উদ্যমী কৃষক জনাব মোঃ শাহদাত মাতুব্বর, পিতাঃ আনোয়ার মাতুব্বর সর্জন পদ্ধতির মাধ্যমে ০১(এক) বিঘা জমিতে সবজি আবাদ কওে কৃষি পেশায় যুক্ত হন। বরিশাল,পটুয়াখালী,ভোলা, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের প্রশিক্ষন প্রদান করা হয় এবং প্রদর্শনী দেয়া হয়।বর্তমানে তিনি তার নিজস্ব ও চুক্তিভিত্তিক জমি লিজ নিয়ে প্রায় ৫ হেঃ জমেিত শসা, করলা, মিষ্টিকুমড়া, তরমুজ, মরিচ, ধান, সরিষা, সূর্যমুখী ইত্যাদি ফসল আবাদ করে স্ববলম্বী হয়েছেন।
তার উৎপাদিত পন্য নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোন ধরণের মধ্যস্বত্তভোগী ছাড়াই সরাসরি ঢাকা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বাকেরগঞ্জ ও কলাপাড়া সহ স্থানীয় বাজারে বিক্রয় করেন এবং বছরে প্রায় ৪-৫ লক্ষ টাকা সবজি বিক্রয় করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস